Site icon Shaili Tv

ভালো নেই বলতে নেই / জবাশ্রী দাশগুপ্তা

কেউ শোনায় যদি, কেমন আছো?
ভালো আছি বলতে হয়,
করতে হয় ভালো না র’লে-তবুও
ভালো থাকার চারু অভিনয়।

তাই ই হবে-তোমার জন্য বরাদ্দ যা,
হিসাব পাতি করে রেখেছেন মহারাজা।
কষ্ট যদি বুকটা ভাঙে কখনো,
দুঃখ যদি আঁকড়ে ধরে, শোনো-
দেখিয়ো না তা কারো সম্মুখে,
সুর মিলাবে তোমার সাথে,সমব্যথী বলে,
পিছন ফিরে দেখবে আবার আড়চোখে।

যাই ই পাবে-তোমার জন্য তাই ই-জেনো
এই নিয়মেই আমরা মানুষ আটকানো।
অসুখ হলেই বলবে কেবল,
ব্যথা যদি মারে ছোবল,
জ্ঞানী জনে নিও দামী উপদেশ,
বলবে সবাই যে যা জানে সবটুকুই
উচিতটুকুই মনে প্রাণে করতে হয় সন্নিবেশ।

তাই ই চেয়ো,যখন যেমন যেভাবে যার যোগ্য,
পাওয়ার পরে যত্ন নিতে হইও দৃঢ়প্রতিজ্ঞ।
অবহেলা করলে যদি বিস্মৃতে,
জ্বলবে পুড়ে আপন মনে থাকলে কোন নিভৃতে,
থাকবে শুধু হা-হুতাশ,
সময় তখন তোমায় নিয়ে যতনে
জীবন ভরে করবে চরম উপহাস।

তাই,যখন যেমন যা নিয়ে থাকো
সবটুকুতেই আপনার মত সন্তুষ্টি রাখো।
আফসোস আর থাকবে না, জেনো,
ভালো থাকার এই ই নীতি, মেনো,
এভাবে ভালো রবে তবে,
নিজের মনে স্বস্তি নিয়ে, সবার
ভালোর জন্যই ভালো থাকতে হবে।

Exit mobile version