আমার এখন ভীষণ তাড়া
কেউ কি কোথাও অপেক্ষাতে?
দুবলাচরের প্রেমিক আমার খুবলে খেতে নষ্ট হৃদয়
অষ্টপ্রহর ডাকছে যেন, আয়’না মেয়ে বলতো কি ভয়!
ভয় রেখেছি নাকের ডগায়
ওসব কি আর পোষায় আমার!
ধূসর রঙের পাহাড় আমায় রাত জেগে ঠিক দেয় পাহারা
আমার যে আজ ভীষণ তাড়া।
তারচে ভালো সুক্তো রাঁধি, নুনের জলে সত্য মেখে
তর্জনীতে দেই শাসিয়ে হ্যাংলা স্বভাব আকাশটাকে
ঝরিস যদি এই অবেলায়,
ভ্যান্টিলেটর, জানলাফাঁকে
তোর সাথে ঠিক একশো আড়ি
জানিস নাতো দিনের শেষে নামলে আঁধার আমার বাড়ি।
অহংকারের পায়ের কাছে দম্ভটাকে জোর বেঁধেছি
আজ মনে নেই ঘোর আষাঢ়ের কোন দিনটায় শেষ কেঁদেছি
আমার গায়ের গন্ধে নাহয় ঘুমিয়ে পড়ুক একটি পাড়া
ভীষণ তাড়া, ভীষণ তাড়া, আমার যে আজ ভীষণ তাড়া।