Site icon Shaili Tv

ভোরের সূর্য নতুন / রূপক কুমার রক্ষিত

আমায় একটা সূর্য দাও
ভোরের সূর্য নতুন,
নিশির কালিমা ঘুচায়ে জাগাবে
আলোকিত এক ভুবন।
মঙ্গক আলোয় বিকশিত হবে
আনন্দ জীবনধারা,
মলিনতা সব ধুয়ে সাফ হবে
পবিত্র পূর্ণ ধরা।

আঁধারের কোলে অপরাধ যত
যতনে হয়েছে গননা,
অন্যায়গুলো চরমে উঠেছে
নেমেছে বিভৎস যন্ত্রণা।
হিংসার কাছে পাঠিয়েছি আমি
ক্ষমার একটি বার্তা,
উৎকর্ষতায় বাড়াবেনা আর
দম্ভের নগ্ন ক্ষমতা।

মানুষে মানুষে ভেদাভেদ সব
পেয়েছে ছুটি অনন্ত,
হতাশার ভারে তবুও পৃথিবী
মনে হয় বেশ ক্লান্ত।

সংঘাতে সংঘাতে সংকটে ভরেছে
হয়েছে অনেক বৈরিতা।
জীবনের টানে জীবনের মাঝে
প্রয়োজন আজ একতা।

বড় অভিশাপ, বড় অনুরাগ
বিঘ্নিত সাম্য মমতা,
মানব ভ্রমে ম্লান হয়ে আছে
সুস্থ মানবসভ্যতা।
নতুন আগামীর নুতন শপথে
হবে মানবতার জয়,
আত্মশুদ্ধির বিহিত চেতনায়
হত হবে যত অবক্ষয়।

Exit mobile version