Site icon Shaili Tv

মনের ভুল / বাসুদেব খাস্তগীর

মেঘের ভেলায় ভেসে ভেসে দেখতে পারি নীল
ঘুড়ি হয়ে মন খুলে দেয় বন্ধ ঘরের খিল।
ভ্রমর হয়ে দেখতে পারি পুষ্প ফোটা বন।
বাউলিয়ানা মনটা আমার পাগল সারাক্ষণ।

স্বপ্নালোকের চাবি দিয়ে খুলি ভোরের দোর
ভোরকে দেখে আর কাটে না মায়ায় ভরা ঘোর।
মাঠের সবুজ পাঠে যখন ছন্দে তুলে সুর
সবুজ ঘাসের মাঠটি তখন নয় সে অচিনপুর।

থির দুপুরে কুমড়ো লতার মাচান জুড়ে দোল
কাঁপন ধরায় বুকের মাঝে তাক ডুমাডুম ঢোল।
চোখ রাঙানো মায়ের চোখে যখন তুলি ঝড়
মায়ের ভুবন জুড়ে তখন আমার আপন ঘর।

নদীর মতন চলতে থাকি ভুলেই থাকি নীড়
মেঘ নদী আর ফুলের মেলায় হয় না নত শির।
মুক্ত নদীর বালির চরে ফোটাই মনের ফুল

Exit mobile version