জীবনের পথচলায় হোঁচট খাওয়া থেকে
কিভাবে নিজেকে সামলাতে হয়
তুমি আমাকে শিখিয়েছ,
কষ্টের পাহাড় পাড়ি দিয়ে
কিভাবে আনন্দে বাঁচা যায়
তার কৌশল তুমি আমাকে শিখিয়েছ।
তুমি অদৃশ্য হয়েও
দৃশ্যমান আমার সমস্ত সত্তায়, আবেগ অনুভবে।
জীবনের ভাবনাগুলো নষ্ট হওয়া থেকে
কিভাবে যত্ন করে প্রাণের স্পন্দন ফিরিয়ে আনতে হয়
তুমি আমাকে শিখিয়েছ।
ভেতর থেকে আমার যে শক্তির উত্থান ঘটে
আমি যে ক্রমাগত নিজেকে তৈরি করে যেতে
দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ,
তার একমাত্র দাবিদার তুমি
তোমার ছায়ায় আমি সিক্ত হয়ে উঠি শান্তির পরশে ।
জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে
কিভাবে একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হয়
তুমি আমাকে শিখিয়েছ,
আমি দুঃখকে জয় করতে পারি
অন্তর দৃষ্টি জাগ্রত করে,
আমি বিষাদে ভেঙে না পড়ে
প্রবল উদ্যমে বিজয়ের মালা গেঁথে যাই।
জীবনের সবটুকু সৌন্দর্যকে দুচোখে এঁকে দিতে
তোমার সারাটা ক্ষণ বসবাস আমার মন জুড়ে ।
জীবনের ফেলে আসা স্মৃতিকে সঙ্গী করে
কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়
তুমি আমাকে শিখিয়েছ,
আসো, দেখো, জয় করো সততার সাথে
এই মন্ত্রে বারবার ছুঁয়ে গেছ অপার সুখে।
পরম স্নেহময়তায় ঋদ্ধ করেছ
উদারতার মহত্ত্বে প্রাণিত করেছ বারংবার,
আমি হৃদয়ের অতলান্তিক প্রেম খুঁজে নিতে চাই
তুমি ও তোমার ভালোবাসাতে।।