ঘর থেকে ঠিক বের হলে মন হয়ে যায় ভারী
মনের ভেতর প্রশ্ন জাগে কি করি কি করি
পুরো শহর গাড়ির বহর রাস্তা জ্যামে ঢাকা
মানুষগুলো ছুটছে কেবল কোথ্ওা নেই ফাঁকা ।
বড় বড় দালান বাড়ি দাড়িয়ে থাকে ঠাঁই
সজীবতার মন্ত্র আমি কোথা থেকে পাই
বাগান বাড়ি গাছের সারি নেইকো কোথা দেখা
পাতার বাহার সবুজ পাহাড় রং তুলিতে আঁকা ।
দক্ষিন হ্ওাযা যায় না পাওয়া আটকে রাখে কেউ
বুড়িগঙ্গায় ওঠে না আর আর আগের মত টেউ
রঙিন পালে ধীরে তালে চলে না আর তরী
মনে শুধু প্রশ্ন জাগে কি করি কি করি ?
নগর জুড়ে ধুলো উড়ে ,উড়ে না আর পাখি
খেলার মাঠে সাথিদের আর হয় না ডাকাডাকি
গ্রামীন মেলা প্রাচীন খেলা নেইতো বিশাল মাঠ
কোথায় গেল ঐতিহ্য সেই সুজন মাঝির ঘাট?