তোমার কী মনে পড়ে সেই কবিতা দিবসে
আমরা পেরোচ্ছিলাম শঁজেলিজে
তুমি হাঁটছিলে মাত্রাবৃত্তে
আর আমি ছিলাম স্বর-বৃত্তে
তুমি প্রায়শ নিরক্ষর—
মিলের ধ্বনি পাঠাচ্ছিল অদূর সিনের ঢেউ
যেহেতু ছিল বিশ্ব কবিতা দিবস
আমি তাই আইফেলের আর্চকে
তোমার অপূর্ব ওষ্ঠের উপমায় ডাকি
এবং তুমিও দাও সাড়া
দু’টি দুষ্ট পায়রা এসে বসে রূপকে-প্রতীকে
তখন লুক্সেমবুর্গ গার্ডেনে কবিতার পংক্তির মত
অজস্র ঝরে পড়ে উচ্ছ্রিত ধ্বনি
মানব-মানবীর গহিন থেকে
তুমি-আমি ভুলে যাই প্রান্তমিল অন্ত-মিল
ঝুঁকি টান-টান গদ্যের দিকে
একমাত্র গদ্যেই ধরা সম্ভব এ-নতুন কবিতা
যেখানে সব অনিয়ম সব এলোমেলো আর অছন্দের ছন্দ
আমাদের সদ্য স্বরচিত কবিতাকে স্বাগত জানায়
প্যারিসের পোস্টার ফেস্টুন ব্যানার
সবাই বিশ্ব কবিতা দিবসের অভিযাত্রী।