Site icon Shaili Tv

মহীবুল আজিজ-এর কবিতা ‘কৃষক ও আমরা’

লাঙল চালাও মাটিতে রয়েছে লক্ষ শহিদের হাড়,
সমাজে ফসল না ফললেও মাটি করবে না প্রতারণা।

অর্ধশতাব্দীর মাটিতে মিশেছে হাড়ের সারাৎসার,
আমাদের মত মিথ্যে দিয়ে করবে না সত্যের প্রচারণা।

ঐ যে কৃষক লাঙলের কাছে, মাটির সুগন্ধ গায়ে,
মাটিতে নিহিত শহিদ-সুবাস সেই সবচে’ ভালো জানে।

আমরা বিকৃত করি ইতিহাস কালি-কলমের ঘায়ে,
বধ্যভূমিতেই দাঁড়িয়ে সে ঠায় দিনমান লাঙল টানে।

দেয় সে ফসল শরীর নিংড়ানো এক কণা নেই ফাঁকি,
জীবনের যুদ্ধে ক্ষয়ে যায় কালক্রমে লড়ে অকাতর।

শিক্ষিত দোকানি আমরাই জানি ব্যবসায়ের চালাকি,
চতুর হিসেবে মিশিয়ে দিই চালে ভেজাল সূক্ষ্ম পাথর।

Exit mobile version