Site icon Shaili Tv

মায়াবী ছায়া / লিপি বড়ুয়া

সব চাওয়া পূরণ হয় না জেনেও
মানুষ স্বপ্ন বুনে,
হয়তো ভাবে একদিন যদি পাই কাছে
তবে হাঁটব স্বপ্নের পথে।
দূর সাগরের সাথে যেমন করে নীলিমা মিশে
বালুর চড়ে যেমন করে ঢেউ আঁচড়ে পড়ে।

সবুজ অরণ্য যেমন করে মায়ায় বাঁধে
শান্তির পরশ বুলিয়ে যায় মন জুড়ে।
দূর থেকে এতটা আপন আলোয় দেখো
কাছে আসলে না জানি কতটা আবেগে মেশো।
জল থই থই নদীর ধারে
কেবলি তোমার ভাবনায় মন রয় পড়ে।
ফুলের রাজ্যে তুমি হাসনাহেনা
সুরভিতে চারপাশে করো মাতোয়ারা।

নুপুরের ছন্দে তোমার পথচলা
আমায় করে চঞ্চল দিশেহারা।
গল্পে গল্পে কেটে যায় অন্তহীন বেলা
কাটে না নেশা আরো বাড়ে তৃষ্ণা
মনের এ কেমন দুরন্তপনা?
জীবনের গ্রন্থিত বিষয়গুলো নিয়মের সুতোয় বাঁধা।
কাছে না পাওয়াটাই হয়তো বেশি করে পাওয়া
আমার জীবন গল্পে কেবল তোমার ছায়া।

অনেক ভেবেছি এ আমার ভালোবাসা নয়
তার চেয়েও বেশি কিছু
এ কেবল মায়া, শুধুই মায়া।
পোড়াতে চাই না পুড়তে চাই
তোমাকে মায়ার আদরে বাঁধতে চাই।
হে আমার সুদূর নীহারিকা
তুমি আমার আজন্ম মায়াবী ছায়া।।

Exit mobile version