২০১১ সালের ১১ই জুলাই
সেদিন ছিল সোমবার,
ধরণীর বুকে নেমে এলো এক
অমাবস্যার ঘোর অন্ধকার।
চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের
আবু তোরাব গ্রামে,
সেদিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
বিষাদের ছায়া নামে।
আবু তোরাব প্রাইমারি,হাই আর মাদ্রাসার
কত নাম না জানা ছাত্র,
এলাকার আরো কয়েকজন
সেদিন হয়েছিল একত্র।
খেলা দেখার উদ্দেশ্যে গিয়েছিল তারা
ফিরছিল আনন্দ ভরা মন নিয়ে,
পথের মাঝে হঠাৎ তাদের গাড়ি
খাদে পড়ে গেল উল্টিয়ে।
অর্ধশত কিশোর তরুণ
প্রাণ হারাল অকালে,
অল্প সংখ্যক রইল বেঁচে
জানি না তাদের কি আছে কপালে।
কত স্বপ্ন দেখেছিল তারা
হবে দেশের ভবিষ্যৎ কারিগর,
একদিনে তা ধূলিসাৎ হলো
নিয়তি বড়ই নিষ্ঠুর।
এমন আর্তনাদ আর বিষাদের যন্ত্রণা
আর যেন না আসে ধরণীর বুকে,
অশ্রুসিক্ত হৃদয়ে আজ
হে বিধাতা প্রার্থনা জানাই তোমাকে।