Site icon Shaili Tv

‘মুশফিকুর রহমান কবিতার মাধ্যমে সমাজের নানা চিত্র অংকন করতে সক্ষম হয়েছেন’

কবি মুশফিকুর রহমানের ‘গাই সমাজের গান’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কবিতা হচ্ছে সাহিত্যের প্রাচীনতম একটি শাখা। প্রত্যেক সচেতন সংবেদনশীল মানুষের মধ্যেই কবিতার প্রতি আকর্ষণ রয়েছে। মানুষের ভাব, বিস্ময়, স্বপ্ন ও কল্পনার এক অপরূপ মিশ্রণে কবিতার সৃষ্টি। প্রতিটি যথার্থ কবিতাই একেকটি স্বতন্ত্র সৃষ্টি। কবিতায় ব্যক্তির অনুভূতি, আবেগ, রহস্যানুভূতি প্রতিফলন ঘটে। ‘গাই সমাজের গান’ গ্রন্থে কবির ব্যক্তিক অনুভূতি ফুটে উঠেছে। তিনি তাঁর কবিতার মাধ্যমে সমাজের নানা চিত্র অংকন করতে সক্ষম হয়েছেন।
গত ১৫ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেনদৈনিক আজাদী পত্রিকার সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. আজাদ বুলবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. উদিতি দাশ সোমা, লেখক সাংবাদিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক অরুণ শীল প্রমুখ। গ্রন্থ থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী।

Exit mobile version