Site icon Shaili Tv

রংধনু আকাশ / সুলতানা বেগম

রংধনু আকাশ তুমি,
কখনো লাল, কখনো আসমানী,
কখনো তোমার নীলাভ বুক জুড়ে
সাদা মেঘেরা করে ঘোরাফেরা।

বর্ষার কালো মেঘের মতো-
আমার অধিকার,
কেবল ঝর ঝর করে,
ঝরে পড়ার।

যে মেঘমালার আশ্রয় মেলেনি
তোমার পূর্ব থেকে পশ্চিম,
সে যখন ঝরে পড়ে
তপ্ত জমিনে,
ফসলের মূলে শোষিত হয়ে
লুকায় সমস্ত সার্থকতা নিয়ে।

ঝরে পড়া মেঘরাশির জন্য
কে কোথায় বিলাপ করে?
বিরহ ব্যথারা উবে যায় বাষ্প হয়ে
যখন দেখি সোনালি ফসলে উঠোন ভরে।

Exit mobile version