চতুর্দিকে যায় শোনা যায়
রবির জয়গান
গান কবিতা গল্প ছড়া
সজীব করে প্রাণ।
নাটক উপন্যাসেও কী যে
আছে জাদুর মায়া
সমাজ চিত্র ফোটে যেন
বাস্তবতার ছায়া।
সুরের ছোঁয়া ছড়ায় আলো
তাঁর লেখা সব গানে
মুগ্ধতারই আবেশ ছড়ায়
আনন্দেরই বাণে।
প্রকৃতিরই পরশ খুঁজে
পাই যে তাঁরই লেখায়
অকপটে দেশকে ভালো
বাসতে আমায় শেখায়।