১. ফাগুন দিন
আসবে ফাগুন ফুটবে যে ফুল ছুটবে রঙের ধারা
সেই খুশিতে হিমেল বাতাস কাঁপিয়ে যায় পাড়া
ভয় পেয়ো না আঁধার রাতে
হাত রেখেছি তোমার হাতে
ফাগুন এলে আকাশ ভরে জাগবে হাজার তারা।
২. মোহমায়া
মৌমাছিরা ঘর বেঁধেছে জারুল গাছের ডালে
ঠোঁটের ভাঁজে মধুর সুধা সুরের লহর তালে।
তুমি থাকো অনেক দূরে,
চোখের তাপে যাও যে পুড়ে!
হৃদয় আমার বাঁধলে তুমি মোহমায়ার জালে।