এতো অস্থিরতা চারদিকে!
ধাবমান হাওয়ার মতো ধাওয়া করে বেড়ায় অশান্তির চক্রযান!
এতো বিষ আকাশে বাতাসে
এতো খুন নগরে বন্দরে
যেন হিংস্র ঝড়ের থাবা লণ্ডভণ্ড করে দিয়ে গেল চারপাশ!
এতো অন্ধকারের ভেতরেও আমি তোমাকে দেখি
তোমার মুখের মতো সৃষ্টিসুখ আমাকে আশ্বস্ত করে-
পুষ্পিত বৃক্ষের মতো আন্দোলিত হই
রক্তের চৈতন্যে নামে অলৌকিক স্পন্দন
অতল সমুদ্রের মতো দিকভ্রান্ত মুহূর্তে খুঁজে ফিরি বিশ্বাসের ছায়া।
তোমার শরীরে পাই উচ্ছ্বসিত কাঁপন-প্রবাহ
ঠোঁটের স্পর্শে জাগে জীবনের দাহ।