রুবি আপুদের সেই বাড়িখানি
আছে কি তেমন দাঁড়িয়ে?
যেখানে আমার শৈশব আর
কৈশোর গেছে হারিয়ে !
মাদার বাড়ির পারিজাত ফুল
বসন্তে আজো ফোটে কি?
ওই পশ্চিমে নিত্য সকাল
নূতন সূর্য় ওঠে কি!
মিচি পুকুরের পুকুর পাড়েতে
মাছ ধরে কেউ তাড়িয়ে?
বিশাল সে মাঠ ঘুড়িসম্রাট
আসে কি দুর্বা মাড়িয়ে !
একদা এ মাঠে ছুটতাম হাটে
সকাল সন্ধ্যা বিকালে
রুবি আপা নামী সেই সে বালিকা
বালক হওয়া যে শিখালে !
ওগো আপু তোকে বড় মনে পড়ে
বড় হয়ে গেলি হারিয়ে !
রিমি,রিপা কই? করে হইচই?
খুঁজি আমি একা দাঁড়িয়ে ।
ঝর্ণা,স্বর্ণা,দিদি অপর্ণা
ছোটে বুঝি ওরা পাড়াতে?
সুন্দরি খুব,দিই আমি ডুব
পুতুল খেলাটা ছাড়াতে ।
আপু তোকে আজ কোথা পাই খুঁজে
খুঁজি সারাদেশ,বিশ্ব
বড় হয়ে গেছি? তবু মনে হয়
আমি নিদারুণ নিঃস্ব !
সেই বাড়িটাকে মনে পড়ে শুধু
নিমগাছ ঘেরা দেয়ালে
ছুটে ছুটে আসি কী যে ভালোবাসি
কত যে মনের খেয়ালে !
আপু তুই ছিলি বড় সুন্দরি
দেবীসম এক কন্যে
কোথা পাব তারে পাগল আমারে
করবে এ জনারণ্যে !
আজো খুঁজে ফিরি সেই বাড়িখানি
রুবি আপু যদি থাকতো!
শয়নে স্বপনে এই কচিমনে
কতো ছবি যে আঁকতো !!