রোদ লুকিয়ে ঘুমিয়ে থাকে
কালো মেঘের পিঠে ।
আগুন লুকায় সিঁদুর মেখে
বালি-মাটির ইটে ।

ধোঁয়ার ভেতর জল লুকিয়ে
হয় যে কাজল মেঘ।
খোকা লুকোয় মায়ের বুকে
আদর যে এক ব্যাগ ।

মেঘের কোলে চাঁদ লুকালে
আলোর লুকোচুরি ।
চাঁদের আলো হাঁটতে থাকে
হয়ে জোনাক ঝুড়ি ।

লুকোচুরির খেলায় মেতে
হারিয়ে যাওয়ার পালা।
সন্ধ্যা কোলে দেখছি আমি
হারায় সোনার থালা ।