আকাশবুকে মেঘবালিকা অচিন নীলের দেশে
সাদা রঙের শাড়ি পরে ছুটছে পরীর বেশে।
বিলে-ঝিলে শাপলা আর বুলবুলিদের মেলা
কাকতাড়ুয়া ও কাশফুলে জমছে ভীষন খেলা।
ভোরবেলাতে শিশিরকণা একটু একটু ঝরে
মিষ্টি রোদের ছোঁয়াতে সে যায় যে আবার সরে।
জোছনামাখা চাঁদের আলো দূর করে রাত কালো
শিউলি ফোটা সুবাস ছোটে সকাল বিকাল ভালো।
দোয়েল কোয়েল ময়না ও টিয়ার গুঞ্জনিতে
মুখর থাকে সারা দুপুর আনন্দ ধ্বনিতে।
নানান রকম মধুরতা চারিদিকে সজীবতা
এসব শুধু ঋতুর রানি শরত বলেই কথা।