Site icon Shaili Tv

‘শৈলী অনলাইন পেপার’ বিষয়ে মতবিনিময় সভা

‘শৈলী টিভি অনলাইন পেপার’ বিষয়ে লেখক ও শৈলী পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। শুরুতে ‘শৈলী টিভি অনলাইন পেপার’-এর খসড়া নীতিমালা উপস্থাপন করেন শৈলী সম্পাদক আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।
বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ, শিল্পশৈলী সম্পাদক প্রাবন্ধিক নেছার আহমদ, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক- প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, শিল্পোদ্যোক্তা লেখক সমীরণ বড়ুয়া, চট্টগ্রাম একাডেমির পরিচালক লেখক এস এম আবদুল আজিজ, প্রাবন্ধিক অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, কবি শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, কবি শিশুসাহিত্যিক আজিজ রাহমান, গল্পকার শিশুসাহিত্যিক মিলন বনিক, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন, প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, লেখক অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, ‘পরিবেশ ও জীবন’ সম্পাদক কবি শারুদ নিজাম, লেখক অধ্যাপক পিংকু দাশ, কবি অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি শামীম ফাতেমা মুন্নী, কবি লিটন কুমার চৌধুরী, কবি অধ্যাপক অভি ওসমান, লেখক এস এম মোখলেসুর রহমান, শিশুসাহিত্যিক মিজানুর রহমান শামীম, কবি নান্টু বড়ুয়া, শিশুসাহিত্যিক শান্তময় দাশ, অভিনয়শিল্পী কাবেরী আইচ, সংগঠক এম কামাল উদ্দিন, কবি জেবুন নেছা, মো. শামীম প্রমুখ। [ছবি : কবি অভি ওসমান]

Exit mobile version