হয়তো আমি ঠিক পারিনি
তোমার মত চলতে
তোমার মনের মতো করে
মনের কথা বলতে।
তাইতো আমি একা আজো
সংসারের এ হাটে
নৌকা নিয়ে বসে আছি
জীবন নদীর ঘাটে।
হয়তো একদিন দেখা হবে
আছি প্রতীক্ষায়
আশার ভেলা নিয়ে ঘাটে
নিত্য সাঁতরাই।
আশায় বাঁচে সকল মানুষ
স্বপ্ন দেখে সুখের
ব্যথার পাহাড় থাকুক যত
কাটবে তো দিন দুখের।