Site icon Shaili Tv

সমুদ্র থেকে সমুদ্র কেবল পার হচ্ছি / সৈয়দা ডালিয়া

যারা রেইনকোট পড়ে থাকে
তারা কী করে জানবে বৃষ্টি ভেজার আনন্দ?
ঢেউয়ের পর ঢেউ যখন আঘাত করে,
সমুদ্র থেকে উদ্ধার হবে কী করে?
সাঁতারের মতো জরুরী ব্যাপার কখনো শেখেনি যারা!
অথচ এ সময়ে আমি সাঁতার শিখেছি
সমুদ্র থেকে সমুদ্র কেবল পার হচ্ছি,
এরপর ‘টাইটানিক’র মতো যানে বেরুবো
মহা সমুদ্রের অতল গহীনে হারিয়ে না গিয়ে
কেবল স্থির আর অটুট থেকে হাল ধরে যাবো!

Exit mobile version