Site icon Shaili Tv

সময়ের বেড়িবাঁধ / হৈমন্তী তালুকদার

ঐ সবুজ প্রান্তরে ঘাসের উপর শিশির বিন্দুগুলো অপেক্ষায় আছে একটুকরো রোদের জন্য,
সোনালি রোদে তাদের সৌন্দর্যে মুগ্ধ হবে প্রকৃতি।
আলতো পরশে ছুঁয়ে দিবো লজ্জাবতী গাছের পাতা,
যেন মুখ লুকিয়ে আড়ালে চলে যাবে লজ্জাবতীর ভালোবাসা।
শুকনো পাতা মাড়িয়ে যেতে যেতে পাতার কড়কড়ে শব্দের সাথে আমিও আমার বিষন্নতাগুলো রেখে আসবো সবুজ প্রান্তে…..।
বনফুল খোঁপায় গুঁজে দোলনায় দোল খেতে খেতে,
নীল আঁচলের হাওয়ায় ছুঁয়ে দিবো রঙিন প্রজাপতি
দুটো শালিকের ওড়াউড়ি দেখে মনে পড়বে তোমায়
যদি তুমি থাকতে বেশ হতো, হাতে হাত রেখে হাঁটতাম কিছু দূরত্ব ঘুচিয়ে রোজকার একঘেয়ে সময় থেকে…।
হঠাৎ দেখি একঝাঁক পাতিহাঁসের কোলাহলে মুখরিত ঝিলের চারপাশ,
শাপলার হাতছানি দিয়ে যেন ডাকছিলো আমাদের,
এলোমেলো চুলে দুষ্টু হাওয়া হেসে কানে কানে ফিসফিস করে কী যেন বলে গেলো…
আজ কিছু সময় না হয় অন্যরকম হোক,
অন্য ভাবে একটা সময় কাটুক আজ দূরের কোন সবুজপ্রান্তরে..
তুমি বললে সময় হোক,
আমি বললাম সময় হলো,
আমরা বললাম এবার তাহলে চলো।
সময় ধরে থাকুক আমাদের ইচ্ছেগুলো।
সত্যিই কি সেই সবুজ প্রান্তে আজ এসে পড়েছে সময়?
ভয় হয় বেলা না বয়ে যায়,সময়ের অজুহাতে,
সময় থাকতেই সময়ের বেড়িবাঁধ তবে খুলে যাক
কিছুসময় তোমার হাত ধরে,
তোমার স্পর্শেন্দ্রিয় অনুভবে।

Exit mobile version