আজ মেঘের কাছে খানিক বৃষ্টি চেয়েছি
প্রকৃতির প্রেমে নিজেকে খুঁজেছি।

কখনো কি তোমার সাথে হবে জোছনা দেখা?
কখনো কি হবে রাত জেগে তারা গোনা?

জানি না, মন আজ অন্যকিছু ভাবতে চায় না
ভাবছি এত কাল পরও তুমি বড্ড চেনা।

কখনো কি হবে পথচলা ক্লান্ত দুপুরবেলা
নিটোল পায়ে পদ্ম পাতায় স্বপ্নের জাল বোনা?

আজ অচেনা গল্পের শব্দগুলো খুব চেনা
সুখের অসুখে মন ছুঁয়ে যায় অবেলা।

অনুভব ছুঁয়েছে আকাশের সীমানা
পথ হারাতে রাজি অলস বিকেলবেলা ।

গল্পের কি শুরু তবে ? অনন্তের পথে?
জীবনের বোধে গুটি গুটি পায়ে ।

জানি না আমি এ কোন মাতাল নেশা
কবিতায় শব্দের লুকোচুরি খেলা।

হোক না আজ রাত্রির গায়ে এলোমেলো ছবি আঁকা
চাঁদের আলোয় তোমাতে মিশে থাকা।।