Site icon Shaili Tv

সুখ / লিপি বড়ুয়া

কেউ খোঁজে সুখ টাকায়
কেউ খোঁজে সুখ ভালোবাসায়।
আসলে সুখ কিসে, কোথায়?

কেউ খোঁজে সুখ শান্ত জলের ধারায়
কেউ খোঁজে সুখ উদাস দক্ষিণ হাওয়ায়।
আসলে সুখ কোথায়?

কেউ খোঁজে সুখ পাহাড় চূড়ায়
কেউ খোঁজে সুখ সবুজ নীলিমায় ।
আসলে সুখ কোথায়?

কেউ খোঁজে সুখ পাখির কলতানে
কেউ খোঁজে সুখ ফুলের সৌরভে।
আসলে সুখ কোথায়?

কেউ খোঁজে সুখ জীবনের সুন্দরতম পথচলায়
কেউ খোঁজে সুখ ছন্নছাড়া জীবন ভেলায়।
আসলে সুখ কোথায়?

সুখ তুমি কেমন? সাদা, লাল
নাকি কালো নীল?
সুখ তুমি অদৃশ্য কিন্তু বর্ণিল ।

সুখের জন্য উৎকণ্ঠা সুখের জন্য প্রেম
সুখের জন্য মরিয়া হয়ে থাকি কল্পকাল।

সুখ তো নিজের মনের ঘরে
সুখ কেন গো বাইরে খোঁজো অকারণে ।।

Exit mobile version