ও হে প্রকৃতি…
কত রাগ তোমার- কত অভিমান !
তোমার দিকে চেয়ে চেয়ে থাকি
করতে সুখ স্নান ।
তুমি দেবে বাতাস
দূর হবে হা হুতাশ,
বৃষ্টি দিনে ঝরবে বৃষ্টি
টিপটিপ রিমঝিমে পাবো তুষ্টি ।
প্রকৃতি অট্ট হেসে বলে ,
দোষ দিও না আমায় !
গাছ-পালা উজাড় করে দিতে
অনেকে যে সুখ পায় ।
মিনতি করে বললাম তাকে !
তুমিই বলো, আমার দোষ কী তাতে !
উত্তরে বলে, দোষ তো তাদের
যারা আঘাত করে আমায় দিনে রাতে ।
ও হে প্রকৃতি
ষড়ঋতুর বাংলা সুন্দর শ্যামলা
এ রূপসীকে রাঙাও সুন্দরে ।
ও হে প্রকৃতি
বৃক্ষ লাগাবো তোমায় বাঁচাবো
তুমি খুশিতে বিলাও সুখ
ষড়ঋতুর বাংলার রৌদ্র ছায়ায়
দূর হয়ে যাক সকলের দুখ ।
ও হে প্রকৃতি
তোমার আমার সকলের নিয়ন্ত্রণে
আছে যে জন
তাঁর কাছে করি চলো সকলে সবিনয় নিবেদন ,
তিনিই পারেন বাঁচাতে সবি ,
সমগ্র সৃষ্টির তিনিই বড়ো আপনজন ।