এই যে আমার পাতাঝরা কাঁচামিঠে মায়ার জীবন
ভিন্ন ভিন্ন জল স্রোতে স্নান সেরে
বারবার হয়েছে নতুন।
এখানে বিচিত্র ঢঙে পাখি গান গায়
সুর তোলে তৃণ ও জলের রূপরেখা।
শুকনো পাতার মতো উড়িয়ে বিষাদ
ওরা সব মেতে ওঠে রঙিন খেলায় ।

আমি যেন ডুবে যাচ্ছি প্রতিক্ষণ সেই সব
চোরাবালি ফাঁদে,
হারিয়ে ফেলেছি মন অনুরাগ বাসনার পড়ে,
যদি সত্যি জানি, আমাদের স্বপ্নগুলো
আপন জঠরে ধরা মৃত শিশু যেন, তবু তারে
দুঃস্বপ্নের মতো ধারণ করি শরীরে।

সৃষ্টির রহস্য আমি বুঝি কতটুকু
কেবল একটি বুকে কতো সুরে কতো বাঁশি বাজে।

চেয়ে চেয়ে দেখি ঠোঁটে খড় নিয়ে উড়ে
যায় পাখি
কোন অচেনা বৃক্ষের দিকে।
আমার ডালটি শূন্য পড়ে কেঁদে মরে ফাগুনের শোকে,তবু
সুতো বাঁধা হৃদয় আমার
ছুটে চলে আকাশের দিকে।