Site icon Shaili Tv

সুদূরের পিয়াসি / ছন্দা দাশ

মাঝপথে থেমে গেলে বাঁশি
শ্রাবণের গান শুনি।
সময়ের পাতা থেকে ভেসে আসে
মহুয়ার নেশা।
ভাঙা সিঁড়ি বেয়ে পাই লবণের ঘ্রাণ।

মাধুকরী ডিঙি বেয়ে যায়
জানে সে তো ফুরাবে কখন
জীবনের খেলা।

ইছামতির বুকে জাগে চর
দেখে চেয়ে এইসব দিনরাত।

তবু তার বিহঙ্গ মন খুঁজে ফিরে
চিরচেনা সেই খোলা আকাশ।

Exit mobile version