Site icon Shaili Tv

সেদিন জ্যোৎস্না ছিলো / হৈমন্তী তালুকদার

সেদিন আকাশ ভরা জ্যোৎস্না ছিলো বেশ
একঘেয়ে ক্লান্ত মনের ইচ্ছে হলো হঠাৎ
আকাশের জোছনায় মন ভিজাবে সারারাত
স্বচ্ছ আকাশে এক ফালি চাঁদের লুকোচুরি
এলোচুলে খোঁপা করে বারান্দায় এসে বসলাম।
চেনা আকাশের চেয়েও বড্ড সুন্দর লাগছিলো
জোছনা ভরা আলোয়ান সোনালি আকাশটাকে।
ছোট ছোট তারাগুলোও যেন সই পাতালো আজ
শীতল হাওয়া এসে ছুঁয়ে দিলো আমার ক্লান্ত মন
হাসনাহেনার মিষ্টি গন্ধ মৌ মৌ করছে চারদিক
মনের দুয়ারে উড়োচিঠির মতোই অচেনা শব্দরা,
ফিসফিস করে কী যেন বলতে চাইছিলো আজ
অনুভব করলাম কেউ এসে ছুঁয়ে দিলো এলোচুলে।
বাগানের বেলীগুলো হাওয়ায় দুলছে জোছনারাতে
চারিদিকে নিস্তব্ধ, ঝিঁঝিপোকার ডাক অবিরাম চলছে,
জোনাকিরা উড়ছে আলোর পাখি হয়ে এদিক ওদিকে
চাঁদ, মেঘ যেন লুকোচুরি খেলছিল আকাশজুড়ে।
তুমি এসে বসলে পাশে, অনেকক্ষণ কথাহীন নীরবতায়
জমানো কথার উত্তর দিয়ে যাচ্ছে নীরবতার বেড়িবাঁধ
শীতল হাওয়ায় দুলছে ফুটন্ত বেলীগুলো সুবাস ছড়িয়ে,
মাঝেমাঝে নিরবতা অনেক কথার উত্তর দিয়ে যায়।
নিরর্থক বোকামি অভিযোগের চেয়ে নীরবতা ভালো
সেদিন জ্যোৎস্না ছিলো, তুমিও ছিলে, কথারা ছিলো না
অনুভূতির আদানপ্রদান যেন হাতের উপর হাত রেখে,
কেটে যাচ্ছিল বেশ, নিঃশব্দে নিঃশ্বাসের উথানপতনে
তোমার কাঁধে মাথা রেখে কাটিয়ে দিলাম মধ্য প্রহর।
সেদিন জোছনা ছিলো, তুমি ছিলে, কথারা গোপনে
শুধু হাতের রেখায় ভরসার স্পর্শে বলে দিলে নীরবে,
আমি আছি, তুমি আছো, পাশাপাশি দূর থেকে দূরে
বিশ্বাসের সাথে, সুখে-দুঃখে, অভিযোগ অভিমানে,
হঠাৎ এমন জোছনা ভরা রাতের সঙ্গী হয়ে চিরকাল।

Exit mobile version