Site icon Shaili Tv

সেরা খোকা / কাসেম আলী রানা

আমার খোকা সেরা খোকা
বিশ্ব করবে জয়
তিনে তিনে যোগ করলে
বলে গোটা ছয়।

আইনস্টাইন আর নিউটন
খোকার শিষ্য হবে,
আমার খোকা ঘরে ঘরে
আলো দিবে তবে!

Exit mobile version