বেহুলার বাঁশির সুরে মগ্ন ছিলাম যখন,
তুমি এলে পাল উড়িয়ে ভাসিয়ে দেওয়া লগন।
কথা শোনার ফুরসত নেই হঠাৎ একটু পাওয়া,
খুশির ছোঁয়ায় হারিয়ে গেল তোমার পথ চাওয়া।
মন পবনের নাও ভাসিয়ে চলেছি দুজন দিগন্তে,
একটানা বর্ষণের আকুতি যেন মনের অজান্তে।
এই লীলা খেলায় সঙ্গোপনে হলাম স্বপনচারিনী,
আকুলতার আভাস ছড়িয়ে আবেশে চিরন্তনী।
হঠাৎ পাওয়া একটু খুশী হৃদয়ের অতলান্তে,
জানা আজানায় ভাসমান ভেলা মিলেছে যেন প্রান্তে।