ঘাসের ডগায় শিশির পড়ে
হিম হিম হিম শীত
দূর বাতাসে বাঁশি বাজে
কে যেনো গায় গীত।

ঝরা পাতার শব্দে শব্দে
ঠান্ডা হাওয়ার দিন
খেজুর রস আর পিঠা পুলি
উৎসবে রঙিন!

পরীক্ষা শেষ কেউ চলে যায়
শহর ছেড়ে দূরে
কেউবা আবার গ্রামে গিয়ে
পাড়ায় পাড়ায় ঘুরে।

গভীর রাতে দাদু-নানুর
মজার গল্প শুনে,
এক বালিকা আপন মনে
স্বপ্নের জাল বুনে!