দুর্ভেদ্য এক গানের রাগ
কন্ঠস্বর রোদন করে সুখের অশ্রুপাতে
গহীন কোনো বিবাগী সত্তা
তীব্র অভিমুখ নির্ঝর গহন বক্ষে ঝরে পড়ে
বিন্দু বিন্দু উন্মাদের বহ্নিঃশিখা
আদিম চেতনার অস্থিমজ্জা সুর
প্রণয় কাকলিতে মুখর
স্বর থেকে হিমালয় পাহাড়ের উচ্ছ্ল মদিরা
জীবন শিরায় মোহমাখে
তখন শ্মশানঘরের বিরহও মধু লাগে
যখন উদ্ধত পিপাসা গান হয়ে
গুনগুন গুঞ্জিয়ে নয়নে নয়নে খেলে।