একাত্তরে যুদ্ধ করে
পেলাম স্বাধীনতা
নিজের মতো চলতে পারি
বলতে পারি কথা।

স্বাধীনতা আনতে গিয়ে
রক্ত ঝরে কত!
মরল মানুষ পুড়ল বাড়ি
গ্রাম যে শত শত।

মায়ের বুকের মানিক গেল
বোনের প্রিয় ভাই
এমন করুণ দুখের কথা
ভুলা নাহি যায়।

শত দুখের মাঝেও তবু
সান্ত্বনার সুর আসে
লাল সবুজের ঐ পতাকায়
মুখটি তাদের ভাসে।