Site icon Shaili Tv

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি / রূপক কুমার রক্ষিত

বাংলাদেশের স্বাধীন সত্তার
উদ্ভাবনের যে প্রয়াস,
সুদীর্ঘ সংগ্রামে লগ্ন হয়ে
গড়েছেন বাঙালির ইতিহাস।

স্বপ্ন ও চেতনায় দেশের সাধনা
করেছেন দিবারাত্র,
সবকিছু ছাড়িয়ে হয়ে উঠেছেন
জনতার মুখপাত্র।

৭ই মার্চের তুখোর ভাষণ
সংগ্রামের মহামন্ত্র,
গণজাগরণ ঠেকাতে পারেনি
পাকের কোন ষড়যন্ত্র।

জীবনভূমের প্রতি আলপথ জুড়ে
লুকিয়ে আছে অপার বিস্ময়,
শিহরণ জাগানিয়া স্তবকে পূর্ণ
জীবন কাব্যের হৃদয়।

দিগন্ত প্রসারী, ব্যাপক, বিস্তৃত,
সীমানাহীন তাঁর ভাবনা,
অমল, অসীম, অনন্য, অধরা
সুশীল, সুস্থির চেতনা।

নীলাকাশ জুড়ে কর্মের দ্যুতি
গৌরবে রয়েছে ছড়ানো,
চঞ্চল সাগরের অতল গহীনে
চিন্তার প্রান্তর সাজানো।

বিশ্বেজুড়ে বাঙালি ও বাংলাদেশ
একটি স্বপ্নের নাম,
সফল সংগ্রামে রূপকার তার
শেখ মুজিবুর রহমান।

বাঙালী জাতির অধিকার আদায়ে
আপোষহীন এক প্রাণ,
ফাঁসীর মঞ্চে দাঁড়িয়েও গেয়েছেন
বাংলার জয়গান।

স্বাধীনভাবে বাঁচার স্পৃহা আর
স্বাধীনতার পবিত্রতা,
স্বাধীন উপলব্ধিতে মানুষের মাঝে
এনেছেন জাতীয়তা।

গৌরবে শৌর্য অমর অক্ষয়
বীর বিপ্লবী নেতা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
ইতিহাসে গৌরব গাথা।

Exit mobile version