মুজিব তুমি শ্রেষ্ঠ মানব কোটি বাঙালির হৃদয়ে,
তোমার জন্য স্বাধীনতার সূর্য উঠেছিল পূর্বদিকে।
দুচোখ ভরা স্বপ্ন ছিল দেশ জনতার কল্যাণে,
রক্ত তোমার তেজোদীপ্ত স্বাধীনতার জয়গানে।
বজ্রকণ্ঠে তর্জনী উঁচিয়ে দিয়েছিলে স্বাধীনতার ডাক,
প্রিয় নেতার আহ্বানে সেদিন এক হয়েছিল বাঙালির হাত।
নয়টি মাসের যুদ্ধ শেষে বিজয়ের উত্তালে স্বাধীনতা,
তোমার গৌরবে, স্বাধীনতার সৌরভে, উড়েছিল লাল সবুজের পতাকা।
মুজিব তুমি থাকবে বেঁচে আজীবন বাঙালির হৃদয়ে,
সারা বিশ্বের শীর্ষ তুমি মহান কীর্তি ও অবদানে।