Site icon Shaili Tv

মায়াবতী / কাসেম আলী রানা

বিক্ষত চোখে; আর মায়া ঢেলো না
মায়াবতী, তোমার মায়াজালের ফাঁসে
এ জীবন আর বাঁচানো গেলো না।

ভেসে গেলো, হায়; ভেসে গেলো
যাপিত জীবনের সব সঞ্চয়ী প্রেম!
সবুজ জীবন পোড়াতে পোড়াতে
ছাই ফেলে রাখে আগুনের লেলিহান!

বাতাসে উড়তে উড়তে আমি-
ক্ষণে ক্ষণে বদলে যাওয়া আকাশের মেঘ দেখি,
সুপার সাইক্লোনের ক্ষমার সৌন্দর্য দেখি,
চারিদিকে ফানুস ফানুস মানুষ দেখি,
অতি উৎসাহীত দু:খ নামের তোমার লস্কর বাহিনী দেখি!

মায়াবতী, আমি কেবলই তোমার দেয়া সুখের সংজ্ঞা খুঁজি,
এমন লীলার মহাযজ্ঞে তুমি খুশিতো?

আমার এখন আর সুখ বলতে কিছু নেই,
আছে শুধু আগুনের লেলিহানে জ্বলন!

Exit mobile version