খুব জানতে ইচ্ছে করে আকাশের অসীম মূর্ছনায়,
কার দিকে মন আমার ছুটে যায়
আনমনে অবলীলায়।
এই কার চুম্বন ললাটে___না ছুঁয়ে__ ছুঁয়ে যায় অনন্তকাল,
কার ছায়া নোঙর ফেলে খেয়া বেয়ে হৃদয়ে তোলে পাল!
দূরে থাকা নক্ষত্রের কান্না অন্তর্জালে ছড়ায় বিষাদ,
কে___সে__ভাবনায় ঘিরে আছে অস্হির চিত্তের অপবাদ।
আমি বলছি না সে আমার হৃদয়ের হাহাকার,
শুধু মনের তাগিদে চোখের চাহনিতে অপূর্ণ দায়ভার।
কতটা গহীনে লুকিয়ে আছে প্রেমের স্পন্দন নীরবে,
পাওয়া না পাওয়ার ভীড়ে সে কি কখনো আমার হবে।
মনের ক্যানভাসে আঁকা ছবি হয়তো জীবন্ত নয়,
তবুও আশায় বুক বাঁধি সে যেন শুধুই আমার হয়।
কতটা চাইলে বোঝানো যায় ভালোবাসায় সিক্ত অনুভূতি,
অদেখা ভুবনে সেই তো আমার হৃদয়ের পূর্ণ জ্যোতি।