তুমি আসবে বলে-
আকাশের নীলে মন খারাপের অদৃশ্য রঙ
হাওয়ার ভেসে মিশেছে।
তুমি আসবে বলে-
চোখ দুটি অপেক্ষার পর অপেক্ষায়
প্রেমের কাজলে সেজেছে ।
তুমি আসবে বলে-
প্রভাতী হাওয়ায় কিংবা সাঁঝের মায়ায়
চিত্ত আনন্দে মেতেছে ।
তুমি আসবে বলে-
দখিনা বারান্দার জুঁই , জবা ও নয়নতারা
চোখ মেলে বরণডালায় সেজেছে।
তুমি আসবে বলে-
জোছনা ভরা রাতে চাঁদের যৌবনা খুশিতে
চিত্ত খুশির রশ্মিতে হেসেছে ।
হঠাৎ চলে এসো!
চলে এসো!
প্রভাতে এসে হেসো কিংবা সাঁঝের মায়ায় এসো।
অপেক্ষাকে রাঙিয়ে ভালোবেসো,
শুধু ভালোবেসো।