যে ভাষারই মান রাখতে
দিলেন যাঁরা প্রাণ,
সেই ভাষাতে কথা বলি;
মুক্ত করে প্রাণ।

বুকের রক্তে দিয়ে গেলো;
ভাব মেটানোর স্বাদ,
মাতৃভাষা বাংলা হলো;
হৃদয়বীণ- নিনাদ!

সেই নিনাদের সুরে বাজে;
বাংলা প্রাণের ঐকতান,
মধুর সুরে শোনার মাঝে;
ভোলাই ব্যথার অন্তঃপ্রাণ।

ভাষা বীরদের জন্য জানাই;
লাখো কোটি সালাম,
জীবনদানে অমর তাঁরা;
অক্ষয় রবে সুনাম।