জীবনের কাব্য লেখা হলো না আমাদের
হলো না রচিত কোন বড় উপন্যাস
আমরা রচেছি শুধু জীবন বিন্যাস
ভেসেছি ভাসিয়ে ভেলা উজান স্রোতের।
কিছু তার ছিল প্রেম কিছুটা অপ্রেম
হিসেব নিকেশ হীন শুধু লেনদেন
মায়ার বাঁধনে বেঁধে বিবাগী জীবন
অস্তাচলে গেল কবে জানি নি দুজন।
তবুও রয়েছে জুড়ে গোধূলি আবীর
বেলাশেষের গানেও ভৈরবীর সুর
নিমগ্ন বাসনা তোলে শাঁখের ধ্বনি
পাঠ চুকে ফিরে যাবে ব্যর্থতার গ্লানি।