কৃষ্ণচূড়ার লালে মুগ্ধ হবো বলে
আকুল হয়ে দৃষ্টি আঁকি চোখের তারায়,
কালবৈশাখীর ঝড়ো হাওয়া হঠাৎ এসে
দুমড়ে মুচড়ে উড়িয়ে নিয়ে যায়।

ঝড়ের শেষে কুড়ানো কাঠগোলাপ তুলে
খোঁপায় গুঁজে নেই উর্বশী সাজে,
রুদ্র ছোঁয়ায় আটপৌরে গন্ধে ভরায়
নীরব কবি বলে না হইওনা আকুল
ভেবো না দিব খোঁপায় তারার ফুল।

ছুটে যায় মনপ্রাণ প্রিয়তম অভিসারে
জুঁই, বেলী, চাঁপায় সাজিয়ে ডালায়
আহত পাখির ডানা ঝাপটানো থাবা
অভিসম্পাত দিয়ে সব লুটপাট ধুলায়।

সময়টা তবে কি এতটা বৈরী
যা কখনো ভাবেনি প্রেমিক কবি।