মনের কোনো বয়স হয় না
সদাই চঞ্চল দুরন্ত সে থাকে,
যতই তাকে বাঁধতে চাই
ততই সে ঘোরার মতো ছোটে।

যে বয়সেই থাকি না কেন
মনের বয়স থাকে যৌবনে
সব সময় সে প্রেমে পড়ে
সবসময় সে খুঁজে ফিরে ভালোবাসাকে।

আবার যদি তোমার সাথে হয় দেখা
তোমার চোখে চোখে হয় মিলন
দেখবে মনে কত কথা জমে
রয়ে গেছে আজো গোপন।

কত আবেগ লুকানো ছিলো মনে
কত স্বপ্ন ছিলো দু’চোখে
কত কাব্য লেখা ছিলো মনে
বৃষ্টির জলে গেলো ধুয়ে।

আবার যদি হয় দেখা পথে
থেকো একটু সময় নিয়ে কাছে
মনের সে গভীর প্রেম আজো
দেখবো মনের ভেতর রয়েছে জমে।

তোমার হাতের আলতো ছোঁয়ায় শরীর
উঠতো কেঁপে কেঁপে, বারে বারে
তোমার দীর্ঘশ্বাসে চুলগুলো
দুলতো বাতাসে এলোমেলো হয়ে।

কত সুন্দর রজনীগন্ধা ফুলে
সাজিয়েছিলাম যতন করে নিজেকে
তোমার চোখের মিষ্টি চাহনী দিয়ে
মনটা নিতে তুমি কেড়ে।

আজো মনতো তোমায় চাই
যৌবনের মতো করে
মনের কোনো বয়স হয় না
থাকে আজীবন চির নবীনা হয়ে।