মুছে দিয়ে সোনালি চিলের গল্প
পিপিলিকার ডানায় জমানো সঞ্চয়
শীত ঘুম পাড়ি দিয়ে মুছে যাচ্ছি
দেশ..রেখায় ভর করা চাপা অভিমান!

রাজপথে বিবস্ত্র জোৎস্নায়
লোভ বাড়ছে..লালা ঝরছে উর্বশীর নিতম্বে
ক্ষত চাটছি..স্বাদে জমছে মদ
আইবুড়ো ভিখারি হাইড্রান্ট থেকে জল মিশিয়ে লিকারে
খুঁজছে ফুটপাতের ভ‍্যানিলা ফ্লেভার!

প্রতিক্ষার প্রহর অবসান শেষে
দ্বৈপায়ন হ্রদ
হেশেল ঘরে ভাসিয়ে নিচ্ছে
চিড়ের সঙ্গে দইয়ের রসায়ন।

ছেড়ে যাচ্ছি বর্তুল মাথায় সূর্যের
বালি ফেনা
অবসর অরুণিমায় চিন্তার বুদবুদ!
ছেড়ে যাচ্ছি অনুসূর্যের বিবর্ণ ছোঁয়া
মানুষের সাথে মানুষের সঙ্গমের ক্ষুধা!

ছেড়ে যাচ্ছি সনাতন প্রেম
ভাল্গারিটি
অন্ধের প্রেম
অচেনা আগুন্তূক
পাতানো ধর্মের রাত্রির কোরাস!

ছেড়ে যাচ্ছি নগরীর
নিঃসাড় মৃত্যুর অনন্ত সুধা!