স্বাধীনতা রক্তের স্রোতে এ দেশটিতে এলো
রক্তে রাঙা জবা যেন ভূলুণ্ঠিত হলো।
স্বাধীনতার পথ বন্ধ ভাবলো পিচাশ দলটি
ভাবলো কিছু কুলাঙ্গার তো থাকলে পাবে বলটি।
স্বাধীনতা আসলো একটি তর্জনীতে চড়ে
পাক বাহিনী শত্রু সেনার ঘাঁটি নড়বড়ে।
স্বাধীনতা আমার প্রাপ্য আমার সোনার দেশে,
কঠিন পথে বিজয় এলো ফুটলো যে ফুল শেষে।