অল্প হলে আমি নেবো
অধিক হলে তোমার
এক ঘরেতে বাস করি
পৃথক শয্যা আমার।
খালি হাতে শহর এলাম
কী করি উপায়
ভাবতে ভাবতে দিশেহারা
ভীষণ নিরুপায়।
এই শহরে বাঁচতে হলে
কষ্টে কাটে দিন
শীতের কাঁপন রোদের মেজাজ
বোঝা তো মুশকিল।
শহর তো নয় আজব একখান
সবুজ মায়ার দারুণ অভাব
রাত কুয়াশা দিন ভরসা
মিশেল হাওয়ার স্বভাব।
এই শহরে মায়াবি রাত
হাতছানি দেয় আমায়
দিনের আলোয় আকাশ প্রদীপ
পথ দেখিয়ে যায়।