তোমার ডাকে উঠলো ফোঁসে জন-সমুদ্দুর
তোমার ডাকে আসলো ভেসে স্বাধীনতার সুর
তোমার ডাকে সব মানুষের ক্লেশ হয়েছে দূর।
তোমার ডাকে ভীরুরা সব বীর হয়ে যায়
তোমার ডাকে দেশের মানুষ শান্তি ফিরে পায়।
তোমার ডাকে শত্রু কাঁপে, ভাঙে তাদের শির
তোমার ডাকে বাংলার মানুষ হলো মহাবীর।
তোমার ডাকে শত্রুরা সব ভয়ে কাতর হয়
তোমার ডাকে বাংলা পেলো স্বাধীনতার জয়।
তোমার নামে বাঙালির বুকে রক্তধারা বয়
তোমার নামে দেশ বিরোধী হায়েনারা পায় ভয়।
তোমার নামে কর্ণফুলীর বহে স্রোতধারা
তোমার নামে নীলাকাশে ফুটে হাজার তারা।
তোমার নামে ফুল বাগিচায় ফুটলো হরেক ফুল
তোমার নামে নদীও গায়, সুরে হারায় কূল।
তোমার নামে অসীম সাহস ভয়কে করা জয়
তোমার নামে রক্তচোষা শত্রু’র পরাজয়।
তোমার নামে অহর্নিশি বিজয় নিশান ধরবো
তোমার নামে সততার সাথে সোনার বাংলা গড়বো।
তোমার নামে পাই ফিরে পাই মনোবল ও শক্তি
তোমার নামে পুজো দিয়ে করি শ্রদ্ধা ভক্তি।