আজও মেঘের কান্না দেখেছি, অশ্রু ঝরছে বিরামহীন
আমিও ঝরে যাবো একদিন পালকের মতো,
থাকবে তোমার আমার অন্তহীন দূরত্ব, জমাট অভিমান।
সবকিছু ধোঁয়াশা আজ মেঘলা বিষন্ন আকাশে
অনেকটা দীর্ঘশ্বাস জমা রেখেছি মেঘের ভাঁজে ভাঁজে।
তবুও আজ সবটুকু শ্রাবণ তোমাকেই দিলাম
ঝুম বৃষ্টিতে নগ্ন শ্রাবণে,
বলতে ইচ্ছে করছে তোমার কানেকানে,
ভালোবাসি প্রিয়, বড্ড ভালোবাসি।
স্মৃতিগুলো আজ কেবলই অস্পষ্ট।
তবুও মনে পড়ে ক্ষণে ক্ষণে,
পাঁজরের ব্যথাটুকু লুকিয়ে রেখেছি গোপনে।
যদি রাখো আমায় এখনও তোমার মন পিঞ্জরে
আমি মুঠো মুঠো বৃষ্টি বিলাবো রাগে,অনুরাগে।
ভালোবাসার অভাবটুকু পুষিয়ে রাখি খরাক্রান্ত এই বুকে,
আমার ভেজা চিবুক শুকোবে তখন
তোমার ওষ্ঠপল্লবের উত্তাপে।