বাদল ঢলোঢলো। ঝরছে ঝরঝর
এসব একঘেয়ে লাগছে তার-ওর
নলিন চোখে কারো কাজল আঁকা হলে
এখনো কালাকাল দাঁড়িয়ে মনে হয়।
সময় দ্রুত যায়। ব্যস্ত কম নয়
ভেতর মেলে ধরো সহজে ‘এসো-এসো’
সামনে আয়নার পারদ ভেঙে-খুলে
সবুজ শীত একা পাকিয়ে ধরে দেহ।
পোড়ে না হৃদয়ের একটা কোণ, দিক
সেই তো এক-লোভ সেই তো ছোঁয়া চাই
সত্যি মুখোমুখি এটাই বেশ ভালো
জটিল প্রেমে-পড়া মনের ছটফট!
অযথা অপচয়; সময় দামি খুব
আসবে ভেসে যাবে। রাখবে মনে কে-বা!
বেগানা বন্ধনে জটিল গাঁথুনিতে
হারাবে সন্ধ্যার ফুচকা একবাটি।
তবুও বোকা কেউ; দাঁড়ায় খোলাছাদে
নয়নতারা তুলে খোঁপায় গোঁজে ভ্রমে।