বাংলার দ্বারে অপরূপ শোভা নিয়ে এসেছে শরৎ রানি
ভোরের রক্তিম আলোয় ঘাসের শিশির বিন্দুর চাকচিক্য
মনকে করছে বিমোহিত
ক্ষেতের সবুজ ধানে ঢেউ খেলে যাচ্ছে দখিনা সমীরণ
যা দেখে আকুল হচ্ছে মন,
নীল আকাশে ভেসে বেড়াচ্ছে খন্ড খন্ড সাদা মেঘের ভেলা
রবি শশীর সাথে মেঘের ভেলার চলছে লুকোচুরি খেলা
নদীর তীরের শুভ্র কাশফুলের স্পর্শে হৃদয়ে লাগছে দোলা
শুভ্র কাশফুল শরতের বিকেলকে করে তুলছে মনোহর।
খাল বিল পুকুরে ফুটে আছে মনমোহিনী লাল পদ্ম শাপলা
রঙিন প্রজাপতি আপন মনে পাখনা মেলে উড়ছে কাননে
সাঁঝের বেলা ধবল বকে সারি বেঁধে ফিরে যাচ্ছে নীড়ে-
কেউ হচ্ছে না কক্ষচ্যুত বিস্ময়ের চোখে দেখছি তাকিয়ে,
নিঝুম রাতে ঝোপঝাড়ে জোনাকিরা মিটিমিটি জ্বালাচ্ছে আলো
দোলনচাঁপা কামিনী শিউলি বেলি চারদিকে ছড়াচ্ছে সৌরভ
নানান রকম ফুলের সৌরভে হৃদয়ে বাড়ছে ব্যাকুলতা,
শরৎ রানির অপরূপ শোভার নেই যে কোনো শেষ
যতই শোভা উপভোগ করছি কাটছে না মনের রেশ।