১. ফিরিয়ে দেবো

আমি তোমাকে ফিরিয়ে দেবো
তুমি যা দিয়েছো তারও অধিক
আমি তোমাকে ফিরিয়ে দেবো
তোমার অহংকারের মূল্য
আমি তোমাকে ফিরিয়ে দেবো
আল ধরা সবুজ মেঠোপথ
ওই ধানক্ষেত, অমলকাকার বাড়ি
আমি তোমাকে ফিরিয়ে দেবো
আহাজারির সুরা, নেশার কবজ
চাঁদরোদ পাহাড় চূড়া
আমি তোমাকে ফিরিয়ে দেবো
রূপের হাঁড়ি হাইব্রিড গোলাপের বদলে
কৃষ্ণচূড়া সোনালু আর জারুলতলা
আমি তোমাকে ফিরিয়ে দেবো
দখিনের দেখার জানালা
আমি তোমাকে ফিরিয়ে দেবো
কুয়োর জল নয় ঝর্ণা নিরবধি
আমি তোমাকে ফিরিয়ে দেবো
মূল্যেরও অধিক যা কিছু!

২.তবুও জেগে থাকি

কালের নির্যাতনে
বিভ্রম সময়
আবর্তিত হয়
কারখানায় গৃহে
সবুজ বনানী অথবা
দিগন্ত বিস্তৃত মাঠ পেরিয়ে এখানে
দাউ দাউ আকুতি
জ্বলে পোড়ে বিবেকের শরীর
কবিতার ভিটেবাড়িও বাদ নেই
দগ্ধ চেতনারা কী আর সুস্থ হবেনা তবে!
ছাই পোড়া কালের খেয়ার মাঝে
একটুখানি অপ্রত্যাশিত হেম
তবু জাগিয়ে রাখে
একটি ভোর দেখবো বলে ।

৩. সাইড ইফেক্ট

ঘাসের জাজিমে রক্তের ঘ্রাণ নেমে এসেছে আজ
শীত করে ঘোলা জলে ছোপ ছোপ নীলচে ছোবলে
পাতা কুড়ানোর খেলা শেষে কোথায় যাবে পথিক!
শরতের শিউলি জানে কার্পাস আকাশের দিন
নিঃসঙ্গতাও যেমন অলস দুপুরে বাঁশি সাধে
আর আমাদের প্রিয় কবিতারাও অঝোরে কাঁদে।

রাতের ক্লাব -বার গুলো নেমে আসে ইউটিউবে
বিহান না দেখে দেখে জীবন হয় ওরা আবারো
সবুজ বৃক্ষরাজী নীল ফড়িং বিমূর্ত ধ্বংসস্তুপ!!